SSC Chemistry 2022 অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
SSC Chemistry Dhaka Board 2022 অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের আজকের আর্টিকেল। এখানে আমি শুধুমাত্র অনুধাবনমূলক প্রশ্ন এবং সেগুলোর উত্তর দিয়ে দেবো। আশা করবো সবার উপকারে আসবে।
আরো পড়ুন >> SSC Chemistry Dhaka Board 2022 শর্ট প্রশ্ন ও উত্তর
যদিও আমি সাজেশানগুলো পরে একসাথে শেয়ার করার চেষ্টা করবো। তবে কিছু প্রশ্ন যেগুলো অনেক গুরুত্বপূর্ণ যা আমি এখানে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর আর্টিকেলটির প্রশ্ন এবং উত্তরগুলো ছাত্র-ছাত্রীদের জন্য সহজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এই আর্টিকেলটির পাশাপাশি আরও আর্টিকেলগুলোতে বাংলাদেশের সকল বিভাগ বা বোর্ড এর বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এবং সাজেশান দেওয়া হয়েছে। বিশেষ করে এসএসসি রাসয়ন এবং এসএসসি পদার্থসহ সকল বিষয় বিজ্ঞান বিভাগের।
ঢাকা বোর্ড ২০২২ সালের প্রশ্ন
নিচে আমি শুধুমাত্র ঢাকা বোর্ড ২০২২ সালের অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি উত্তর আলাদা করে নিচের দিকে দিয়ে দেবো।
(১) নিশাদলকে ঊর্ধ্বপাতিত বস্তু বলা হয় কেন ? [ঢাকা বোর্ড ২০২২ সাল]
(২) “পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত” ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
(৩) ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
(৪) SO3 এ সালফারের সুপ্ত যোজনী শূন্য ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
(৫) Mg + CuSO4 -> MgSO4 + Cu বিক্রিয়াটিতে সালফেট আয়ন দর্শক আয়ন ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
(৬) Cu এর দ্রব্যাদির ক্ষয় হয় না কেন ? ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
(৭) অ্যালকিনকে স্পিরিট বলা হয়, ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
(৮) ন্যাপথলিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
উপরের প্রশ্নগুলোর উত্তর আমি নিচে দিয়ে দেবো। কেউ যদি নিজের মত করে পারো তাহলে শেয়ার করতে পারবা। অথবা নিচের দেওয়া উত্তর থেকে দেখে নিয়ে পড়তে পারবা তোমরা। আশা করবো সহজ হবে তোমাদের জন্য উত্তরগুলো।
প্রশ্ন এবং উত্তর একসাথে
নিচে প্রশ্নগুলো আবারও আমি দিয়ে দিচ্ছি সাথে উত্তরগুলোও দিয়ে দিচ্ছি।
(১) নিশাদলকে ঊর্ধ্বপাতিত বস্তু বলা হয় কেন ? [ঢাকা বোর্ড ২০২২ সাল]
উত্তরঃ- যেসব কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে।
নিশাদল (NH4Cl) কে তাপ দিলে এটি কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পীয় অবস্থায় পরিণত হয়। এজন্য নিশাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়।
(২) “পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত” ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
উত্তরঃ- পরমাণুর কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন এবং বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। অর্থ্যৎ পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসের কেন্দ্রেীভূত।
(৩) ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
উত্তরঃ- হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী। এর মূল উৎস সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলগুলোর সাথে ধাতু যুক্ত হয়ে লবণ গঠিত হয়। যেমন, Cl এর সাথে Na ধাতু যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ বা খাদ্য লবণ (NaCl) গঠিত হয়।
এ জন্যই ক্লোরিন (Cl) কে হ্যালোজেন বলা হয়।
(৪) SO3 এ সালফারের সুপ্ত যোজনী শূন্য ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
উত্তরঃ- কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্তক্যকে ঐ মৌলের সুপ্ত যোজনী বলে। SO3 যৌগে S এর সক্রিয় যোজনী 6 এবং S এর সর্বোচ্চ যোজনী 6 ।
সুতরাং SO3 যৌগে S এর সুপ্ত যোজনী = 6 – 6 = 0
(৫) Mg + CuSO4 -> MgSO4 + Cu বিক্রিয়াটিতে সালফেট আয়ন দর্শক আয়ন ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
উত্তরঃ- যে সকল আয়ন বিক্রিয়ক ও উৎপাদে উপস্থিত থাকে কিন্তু বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না তাদেরকে দর্শক আয়ন বলে।
Mg + CuSO4 -> MgSO4 + Cu
বিক্রিয়াটিতে সালফেট আয়ন (SO4)2- দর্শক আয়ন। কারণ বিক্রিয়ক ও উৎপাদ যৌগে SO4 আয়নের জারণ মানের কোনো পরিবর্তন ঘটেনি। অর্থ্যৎ এটি বিক্রিয়ায় সরাসরি অংশ নেয়নি। এজন্য এ বিক্রিয়ায় SO4 আয়ন হলো দর্শক আয়ন।
(৬) Cu এর দ্রব্যাদির ক্ষয় হয় না কেন ? ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
উত্তরঃ- Cu এর দ্রব্যাদির ক্ষয় হয় না।
কারণ Cu এর দ্রব্যাদি বাতাসের অক্সিজেন সংস্পের্শে আসলে প্রথমে এর উপর CuO এর একটি আস্তরণ পড়ে। পরবর্তীতে বাতাসের অক্সিজেন উক্ত আস্তরণ ভেদ করে Cu এর সংস্পর্শে আর আসতে পারে না। ফলে আর বিক্রিয়া সংঘটিত হয় না। এজন্য Cu এর দ্রব্যাদির ক্ষয় হয় না।
(৭) অ্যালকিনকে স্পিরিট বলা হয়, ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
উত্তরঃ- অ্যালকিনকে অলিফিন বলা হয়।
কারণ অ্যালকিনের নিম্নতর সদস্যগুলো (ইথিন, প্রোপিন, ইত্যাদি) হ্যালোজেনের (Cl2, Br2) সঙ্গে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। এজন্য অ্যালফিনকে অলিফিন (Olifin, Greek : Olefiant = Oil Forming বলে।
(৮) ন্যাপথলিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড ২০২২ সাল]
উত্তরঃ- ন্যাপথলিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কারণ

উপরের প্রশ্ন এবং উত্তরগুলো পড়াশোনা করার পর প্রথম থেকে নিয়ে প্রাকটিস করতে হবে। লিখে প্রাকটিস করতে পারলে ভালো হবে তোমাদের জন্য।
ssc chemistry 2023 short syllabus
chemistry practical ssc 2023
chemistry assignment ssc 2023
ssc 2023 assignment 9th week chemistry
chemistry practical ssc 2023 answer
ssc chemistry question 2023
ssc 2023 assignment 6th week chemistry answer
ssc 2023 assignment 14th week answer chemistry
chemistry suggestion for ssc 2023
ssc 2023 chemistry practical syllabus
ssc short syllabus chemistry 2023
ssc practical chemistry 2023
ssc question chemistry 2023
SSC Chemistry Dhaka Board 2022 অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয় ২৬ই ডিসেম্বর ২০২২ সাল
2 Comments on “SSC Chemistry 2022 অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর”