SSC Chemistry ৭ম অধ্যায় এর সাজেশান (ক এর জন্য)

SSC Chemistry ৭ম অধ্যায়

SSC Chemistry ৭ম অধ্যায় এর সাজেশান

SSC Chemistry ৭ম অধ্যায় এর ২০২২ সালের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হবে। মূলত আমি আগের অধ্যায়গুলোরও সাজেশান দিয়ে দিয়েছি এবং আগামীতেও দিয়ে দেবো। তবে এখানে শুধুমাত্র ২০২২ সালে যেসব ছোট প্রশ্ন এই অধ্যায় থেকে আসছিল সেগুলোরই উত্তর দিয়ে দেবো। 

আরো পড়ুন >> SSC Chemistry Chapter 7 MCQ Suggestions     

২০২৩ সালের পরীক্ষার্থীদের জন্য সকল অধ্যায়ই অনেক গুরুত্বপূর্ণ এবং সকল অধ্যায় থেকেই প্রশ্ন আসবে। আর ২০২২ সালের মত হবে না তাই অবশ্যই সকল অধ্যায়গুলো সমান গুরুত্বপূর্ণ মনে করে শিখতে হবে। 

SSC Chemistry ৭ম অধ্যায়

ক্লাস 10 রসায়ন অধ্যায় 7 নোট
এসএসসি রসায়ন ৭ম অধ্যায় নৈবিত্তিক
রসায়ন ১০ম অধ্যায়
রসায়ন ৮ম অধ্যায়
রসায়ন ৭ম অধ্যায় সৃজনশীল
এস এস সি রসায়ন সৃজনশীল প্রশ্ন ২০২২
রসায়ন ৬ষ্ঠ অধ্যায় নোট
রসায়ন ৭ম অধ্যায় mcq

জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমাদের সচেতনতা অনেক কম বলা যায়। তাই আমি এখানে শুধুমাত্র জ্ঞানমূলক বিষয়গুলো নিয়েই আলোচনা করবো। এখানে আমি ২০২২ সালের রাজশাহী বোর্ড, ২০২২ সালের ঢাকা বোর্ডসহ নিচের সবগুলো বোর্ড এর প্রশ্ন এবং উত্তর দিয়ে দেবো। যেমন, 

(ক) ঢাকা বোর্ড ২০২২ সালের প্রশ্ন এবং উত্তর। 

(খ) রাজশাহী বোর্ড ২০২২ সালের প্রশ্ন এবং উত্তর। 

(গ) চট্টগ্রাম বোর্ড ২০২২ সালের প্রশ্ন এবং উত্তর। 

(ঘ) সিলেট বোর্ড ২০২২ সালের প্রশ্ন এবং উত্তর। 

(ঙ) ময়মনসিংহ বোর্ড ২০২২ সালের প্রশ্ন এবং উত্তর। 

(চ) বরিশাল বোর্ড ২০২২ সালের প্রশ্ন এবং উত্তর। 

(ছ) খুলনা বোর্ড ২০২২ সালের প্রশ্ন এবং উত্তর। 

(জ) কুমিল্লা বোর্ড ২০২২ সালের প্রশ্ন এবং উত্তর। 

(ঝ) রংপুর বোর্ড ২০২২ সালের প্রশ্ন এবং উত্তর। 

উপরের বোর্ডগুলোতে ২০২২ সালে যেসব ছোট প্রশ্ন এসেছে সেগুলোরই উত্তর এখানে প্রশ্নসহকারে দেওয়া হবে। আশা করবো সবাই বুঝতে পারবেন এবং সবার উপকার হবে। যেহেতু আমি প্রশ্ন এবং উত্তর আলাদা করে উত্তর সহ দিয়ে দেবো। 

SSC Chemistry ৭ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন 

এখানে শুধুমাত্র প্রশ্নগুলো আলাদা করে দিয়ে দিচ্ছি আমি। যেন আগের পড়া থাকলে প্রস্তুতির মত করে পড়ে নিতে পারো সবাই।

(১) কেলাস পানি কাকে বলে ? [ঢাকা বোর্ড ২০২২] 

(২) প্রতীক কাকে বলে ? [রাজশাহী বোর্ড ২০২২] 

(৩) বিক্রিয়ার হার কী ? [যশোর বোর্ড ২০২২, ময়মনসিংহ ২০২২] 

(৪) ধাতব বন্ধন কাকে বলে ? [কুমিল্লা বোর্ড ২০২২]

(৫) সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে ? [চট্টগ্রাম বোর্ড ২০২২]

(৬) গলন কাকে বলে ? [সিলেট বোর্ড ২০২২]

(৭) অ্যালকাইল মূলক কাকে বলে ? [সিলেট বোর্ড ২০২২]

(৮) ভরসংখ্যা কী ? [বরিশাল বোর্ড ২০২২]

(৯) জারণ সংখ্যা কাকে বলে ? [বরিশাল বোর্ড ২০২২, দিনাজপুর বোর্ড ২০২২]

(১০) রাসায়নিক সাম্যবস্থা কাকে বলে ? [দিনাজপুর ২০২২]

(১১) প্রিজারভেটিভস কাকে বলে ? [ময়মনসিংহ ২০২২]

SSC Chemistry ৭ম অধ্যায়
লা-শাতেলিয়ারের নীতি
“কোন উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে ওই অবস্থার একটি প্রভাবক (তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি) পরিবর্তন করা হলে, সাম্যের অবস্থান সামনে বা পেছনে এমনভাবে পরিবর্তিত হয় যেন প্রভাবক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।”

উপরে আমি SSC Chemistry ৭ম অধ্যায় এর শুধুমাত্র প্রশ্নগুলো দিয়ে দিলাম। এবার আমি নিচে এগুলো প্রশ্ন সহ উত্তর দিয়ে দিচ্ছি। আশা করবো আপনাদের উপকারে আসবে। এছাড়াও আরও কিছু সাজেশান দিয়ে দেবো আমি। 

(১) কেলাস পানি কাকে বলে ? [ঢাকা বোর্ড ২০২২] 

উত্তরঃ- আর্দ্র বা সোদক কেলাসের প্রতি অণূতে যুক্ত নির্দিষ্ট সংখ্যক পানির অণূকে কেলাস পানি বলে।

(২) প্রতীক কাকে বলে ? [রাজশাহী বোর্ড ২০২২] 

উত্তরঃ-  কোনো মৌলের ইংরেজী বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলা হয়। 

(৩) বিক্রিয়ার হার কী ? [যশোর বোর্ড ২০২২, ময়মনসিংহ ২০২২] 

উত্তরঃ- প্রতি একক সময়ে কোনো একটি বিক্রিয়া, পাত্রে যে পরিমাণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করে, তাকে বিক্রিয়ার হার বলে। 

(৪) ধাতব বন্ধন কাকে বলে ? [কুমিল্লা বোর্ড ২০২২]

উত্তরঃ- ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। 

(৫) সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে ? [চট্টগ্রাম বোর্ড ২০২২]

উত্তরঃ- যে সংযোজন বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে উৎপন্ন হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। 

(৬) গলন কাকে বলে ? [সিলেট বোর্ড ২০২২]

উত্তরঃ- তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। 

(৭) অ্যালকাইল মূলক কাকে বলে ? [সিলেট বোর্ড ২০২২]

উত্তরঃ- অ্যালকেন থেকে একটি H পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয়, তাকে অ্যালকাইল মূলক বলে। 

(৮) ভরসংখ্যা কী ? [বরিশাল বোর্ড ২০২২]

উত্তরঃ- কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে সে মৌলের পরামণুর ভরসংখ্যা বলা হয়। 

(৯) জারণ সংখ্যা কাকে বলে ? [বরিশাল বোর্ড ২০২২, দিনাজপুর বোর্ড ২০২২]

উত্তরঃ- যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে, তাকে মৌলের জারণ সংখ্যা বলে।  

(১০) রাসায়নিক সাম্যবস্থা কাকে বলে ? [দিনাজপুর ২০২২]

উত্তরঃ- যে অবস্থায় কোনো উভমূখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, তাকে রাসায়িক সাম্যবস্থা বলে। 

(১১) প্রিজারভেটিভস কাকে বলে ? [ময়মনসিংহ ২০২২]

উত্তরঃ- যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণ ব্যবহার করে বিভিন্ন খাদ্যদ্রব্য দীর্ঘসময় সংরক্ষণ করা যায়, তাকে প্রিজারভেটিভস বলে।  

৯ম ও ১০ম শ্রেণি বা SSC Chemistry ৭ম অধ্যায় এর নাম হলো, রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টিতে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া দেওয়া আছে। যেগুলো ছাত্র-ছাত্রীদেরকে অবশ্যই শিখতে হবে। 

SSC Chemistry ৭ম অধ্যায় আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয় ২০ই ডিসেম্বর ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *