SSC Physics ৩য় অধ্যায় এর জ্ঞানমূলক সাজেশান
৯ম ও ১০ম শ্রেণির বা SSC Physics ৩য় অধ্যায় এর নাম হলো বল। এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ এবং অন্যান্য অধ্যায় থেকে একটু আলাদা অধ্যায়। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো ভালো মত বুঝে না পড়লে অনেক সমস্যায় পড়তে হবে।
আরো পড়ুন >> SSC Physics শর্ট সিলেবাস এর অধ্যায়গুলোর নাম
আমি এখানে ২০২২ সালের সকল বোর্ড এর ক এর জন্য অর্থ্যৎ জ্ঞানমূলক প্রশ্নগুলো প্রশ্নসহ উত্তর দিয়ে দেবো। আশা করবো সকল ছাত্র-ছাত্রীদের উপকার হবে। আমি এখানে প্রথমে প্রশ্নগুলো এবং পরে প্রশ্নসহ উত্তর দিয়ে দেবো।

পদার্থ বিজ্ঞান তৃতীয় অধ্যায় সৃজনশীল
পদার্থ বিজ্ঞান তৃতীয় অধ্যায় নোট
পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায় সূত্র
এস এস সি পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন pdf
পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায়
যেন ছাত্র-ছাত্রীরা আগে উত্তর সহ পড়াশোনা করে আবার শুধু প্রশ্ন দেখে প্রাকটিস করতে পারে। আশা করবো সবারই উপকারে আসবে আর্টিকেলটি। ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশালসহ সকল বোর্ড নিয়েই আলোচনা করা হবে।
৯ম ও ১০ম শ্রেণির পদার্থ ৩য় অধ্যায় এর শর্ট প্রশ্ন সাজেশান
আমি এখানে SSC Physics ৩য় অধ্যায় এর সাজেশান প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। যারা উত্তর গুলো জানে তারা নিজেরা প্রাকটিস করতে পারবে। আর যারা জানে না তাদের জন্য নিচে উত্তর সহ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
(১) আবর্ত ঘর্ষণ কাকে বলে ? [ঢাকা বোর্ড ২০২২]
(২) স্থিতি জড়তা কাকে বলে ? [রাজশাহী বোর্ড ২০২২]
(৩) ভরবেগ কাকে বলে ? [যশোর বোর্ড ২০২২]
(৪) ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ। [কুমিল্লাহ বোর্ড ২০২২]
(৫) জড়তা কাকে বলে ? [সিলেট বোর্ড ২০২২]
(৬) জড়তা কাকে বলে ? [বরিশাল বোর্ড ২০২২]
(৭) নিউটনের গতির ২য় সংঘর্ষ লেখ। [দিনাজপুর বোর্ড ২০২২]
(৮) বেগ কাকে বলে ? [ময়মনসিংহ বোর্ড ২০২২]
উপরের মোট ৮টি প্রশ্ন ২০২২সালের মোট ৮টি বোর্ড এ আসছে। এখানে আমি শুধুমাত্র প্রশ্নগুলো দিয়ে রাখছি। নিচের দিকে উত্তরসহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করবো উপরেরগুলো থেকে না বুঝতে পারলে নিচের উত্তরগুলো দেখে নিবেন।

পদার্থ বিজ্ঞান তৃতীয় অধ্যায় সৃজনশীল
পদার্থ বিজ্ঞান তৃতীয় অধ্যায় নোট
পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায় সূত্র
এস এস সি পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন pdf
পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায়
ssc physics question 2021
ssc physics book pdf
ssc physics assignment 2021
ssc physics question 2022 mcq answer
ssc physics guide pdf
ssc physics question 2023
ssc physics
ssc physics short syllabus 2023
ssc 2022 short syllabus physics
ssc assignment 2022 answer physics
ssc assignment 2023 7th week physics
ssc 2022 physics practical
ssc assignment physics
ssc short syllabus 2023 physics
সাজেশান এর প্রশ্ন এবং উত্তর
উপরের প্রশ্নগুলোরই এখানে উত্তর দেওয়া হয়েছে। SSC Physics ৩য় অধ্যায় এর সাজেশানটি সবারই উপকারে আসবে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশি উপকারী হবে।
(১) আবর্ত ঘর্ষণ কাকে বলে ? [ঢাকা বোর্ড ২০২২]
উত্তরঃ- একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলার সময় গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।
(২) স্থিতি জড়তা কাকে বলে ? [রাজশাহী বোর্ড ২০২২]
উত্তরঃ- স্থিতিশীল বস্তু চিরকাল স্থিতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেই ধর্মকে স্থিতি জড়তা বলে।
(৩) ভরবেগ কাকে বলে ? [যশোর বোর্ড ২০২২]
উত্তরঃ- কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।
(৪) ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ। [কুমিল্লাহ বোর্ড ২০২২]
উত্তরঃ- ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না।
(৫) জড়তা কাকে বলে ? [সিলেট বোর্ড ২০২২]
উত্তরঃ- বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে জড়তা বলে।
(৬) জড়তা কাকে বলে ? [বরিশাল বোর্ড ২০২২]
উত্তরঃ- বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে জড়তা বলে।
(৭) নিউটনের গতির ২য় সূত্রটি লেখ। [দিনাজপুর বোর্ড ২০২২]
উত্তরঃ- নিউটনের গতির ২য় সূত্রটি হলো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
(৮) বেগ কাকে বলে ? [ময়মনসিংহ বোর্ড ২০২২]
উত্তরঃ- সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে।
উপরের প্রশ্নগুলো আমি লেকচার সাজেশান বা টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি। এখানে আমি শুধুমাত্র ২০২২ সালের প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছি। কোনো উত্তর যদি কঠিন মনে হয় তাহলে নিজের মত করে লিখতে পারবেন বই থেকে নিয়ে।
SSC Physics ৩য় অধ্যায় আর্টিকেলটি লিখা হয় ২১ই ডিসেম্বর ২০২২ সাল